বর্তমান সময়ে প্রতিবন্ধীদের বোঝানোর জন্য বহুল ব্যবহৃত ইংরেজি শব্দ হচ্ছে Person with Special Needs | এর বাংলা প্রতিশব্দ হলো 'বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠী'।
বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠী বলতে কাদের কে বোঝায়:
সাধারণভাবে বলা হয়, যার মাঝে প্রতিবন্ধকতা বিরাজমান তিনিই প্রতিবন্ধী; সে প্রতিবন্ধকতা যত সামান্যই হোক না কেন । প্রকৃতপক্ষে অসুখে, দুর্ঘটনায়, চিকিৎসাগত ত্রুটি বা জন্মগতভাবে যদি কোনো ব্যক্তির শারীরিক বা মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে কর্মক্ষমতা আংশিক বা সম্পূর্ণভাবে লোপ পায় অথবা তুলনামূলকভাবে কম হয় তখন সেই ব্যক্তিকে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদার জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হিসেবে ধরে নেওয়া হয়।
إرسال تعليق